প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
টাঙ্গাইল সদর উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:
খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেড়িয়ে আসা সম্ভব বলে মনে করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৯ আগস্ট) সকালে নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামসহ দেশের ১৪টি মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেস্টা বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা যেনো নিয়মিত খেলাধুলা করতে পারেন। উপজেলা পর্যায়ে মাঠগুলো ব্যবহার হলে জাতীয় ও আর্ন্তজাতিক মানের খেলোয়ার পাওয়া সম্ভব।
তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে যেসব মাঠ নির্মাণাধীন রয়েছে, সেগুলো নির্মাণ দ্রুত কাজ শেষ হবে। পাশাপাশি দেশের যেসব উপজেলায় স্টেডিয়াম নেই, সেগুলো উপজেলায় স্টেডিয়াম তৈরী করা হবে।
জুমের মাধ্যমে টাঙ্গাইল সদর প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: আব্দুল্যাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিদা আক্তার , সহকারী কমিশনার (ভূমি), জনাব মো: মকবুল হোসেন, অফিসার ইনচার্জ টাঙ্গাইল সদর থানা, দাইন্যা ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান জনাব মো: আবু সাঈদ, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, এলাকার বিভিন্ন গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com